Print

Rupantor Protidin

চৌগাছায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

প্রকাশিত হয়েছে: মার্চ ২৫, ২০২৫ , ১২:২৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৫, ২০২৫, ১২:৩২ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের চৌগাছায় ২৫মার্চ গণহত্যা দিবস শহিদদের স্মরণে আলোচনা সভা, এক মিনিট নিরবতা পালন, ব্লাক আউটসহ নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন।

বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহান, চৌগাছা পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম, চৌগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিআরডিবি কর্মকর্তা ওলিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা মাহমুদা, ইউআরসির ইন্সট্রাক্টর আজহারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা প্রভাষ চন্দ্র, আনসার ভিডিপি কর্মকর্তা শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।