Print

Rupantor Protidin

যশোরে শীর্ষ সন্ত্রাসী জাফর আটক

প্রকাশিত হয়েছে: মার্চ ২২, ২০২৫ , ৯:৪৩ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২২, ২০২৫, ৯:৪৩ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরে একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও ১৮টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী জাফরকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ।

আজ শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় শংকরপুর বাস টার্মিনাল এলাকা থেকে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। আটককৃত জাফর (২৮) শংকরপুর গ্রামের হান্নান ওরফে তনুর ছেলে।

ডিবি পুলিশের ওসি মনজুরুল হক ভূঁইয়া জানান, দীর্ঘদিন ধরে জাফর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, বিস্ফোরক ও মাদক সংক্রান্ত মোট ১৮টি মামলা রয়েছে। এ ছাড়া তার নামে চারটি গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

ডিবি পুলিশের ওসি আরো জানান, আটককৃত জাফরকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।