Print

Rupantor Protidin

ইউরোপের বিভিন্ন দেশের আদলে

যশোর পৌরসভা শহরে দৃষ্টিনন্দন সড়ক বাতিতে আলোকিত

প্রকাশিত হয়েছে: মার্চ ২০, ২০২৫ , ৯:১৬ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২১, ২০২৫, ২:১৯ অপরাহ্ণ

Sheikh Kiron

ইউরোপের বিভিন্ন দেশের আদলে যশোর পৌরসভা শহরে দৃষ্টিনন্দন সড়ক বাতিতে আলোকিত হয়েছে যশোর শহর। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০টি আধুনিক এ এলইডি লাইট স্থাপন করেছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই বাতির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক রফিকুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন উপলক্ষে মুজিব সড়কে স্থাপন করা এলইডি লাইটগুলো এলাকায় অপরূপ দৃশ্যের অবতারণা করে। সন্ধ্যা হওয়ার পর এলইডি লাইটগুলোর ঝলকানি দেখে এলাকাবাসী বেশ খুশি। বিশেষ করে যেসব স্থান সন্ধ্যায় অন্ধকারে নিমজ্জিত থাকতো যেমন জিলা স্কুল ও আশপাশের এলাকা সেখানে এখন আলোর ঝলকানি চোখে পড়ছে।

এলাকার বাসিন্দারা জানান, সড়ক বাতি স্থাপনের আগে সন্ধ্যায় এসব স্থানে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটতো। অনেকেই একা চলাচলে ভয় পেতেন। তবে, নতুন এলইডি লাইটগুলো স্থাপিত হওয়ার পর শহরের চিত্র পালটে গেছে। এখন নিরাপদ ও আলোকিত পরিবেশে তারা চলাচল করতে পারবেন বলে আশা করেন।

যশোর পৌরসভা সূত্রে জানা যায়, মুজিব সড়কের জেলা স্কুলের সামনে থেকে রেলগেটের রেলক্রসিং পর্যন্ত মোট ১৮টি এলইডি সড়ক বাতি স্থাপন করা হয়েছে।

এছাড়া, একটি লাইট স্থাপন করা হয়েছে জজকোর্ট মোড়ে এবং অপরটি ঈদগাহ মোড়ে। পৌরসভা আরও জানায়, এই এলইডি লাইটগুলো রাশিয়া থেকে আমদানি করা হয়েছে এবং প্রতিটি লাইটের স্থাপনায় খরচ প্রায় দুই লাখ ২৫ হাজার টাকা। মুজিব সড়কের ১৮টি লাইটের কাজ শেষ হয়েছে এবং বাকি দুটি স্থাপন কাজ ঈদের আগেই শেষ হবে।

এদিকে, বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে সড়ক বাতির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, যশোরকে আলোকিত করতে পৌরসভা ও জেলা প্রশাসকের যৌথ উদ্যোগে এই কাজ চলছে।

উন্নয়নমূলক এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি পৌরবাসীকে এসব দামি এলইডি লাইট সংরক্ষণের জন্য সজাগ থাকার আহ্বান জানান। একই সময় তিনি টাউন হল মাঠে স্থাপিত একটি সার্স লাইটের উদ্বোধন করেন।

পৌর প্রশাসক রফিকুল ইসলাম জানান, যশোর শহরের অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলোকে আলোকিত করতে কাজ করা হচ্ছে। প্রথমে দড়াটানা ও মণিহার এলাকায় দুটি সার্স লাইট স্থাপন করা হয়েছিল।

এবার টাউন হল মাঠে আরও একটি স্থাপন করা হলো। এছাড়া, মুজিব সড়কে যে এলইডি লাইট স্থাপন করা হয়েছে তা অত্যাধুনিক। পরিকল্পনা রয়েছে এই লাইটগুলোকে চাঁচড়া পর্যন্ত সম্প্রসারিত করার।

তিনি আরও জানান, তিনটি সার্স লাইটের সাথে আরও দুটি সার্স লাইট স্থাপনের কাজ চলছে। যার একটি নিউ মার্কেট ও অপরটি পালবাড়িতে স্থাপন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।