Print

Rupantor Protidin

সোনালী লাইফের গ্রাহক ছেলের মৃত্যু দাবির চেক পেলেন মা জুলেখা

প্রকাশিত হয়েছে: মার্চ ২০, ২০২৫ , ৯:৫৬ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২০, ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ

Sheikh Kiron

আমার একটা মাত্র ছেলে এত অল্প বয়সে চলে যাবে ভাবতে পারেনি। ছেলের রেখে যাওয়া অবুঝ দুটি কন্যা সন্তান নিয়ে আজ আমি দিশেহারা। এমন সময় ছেলের বীমার জমাকৃত অর্থের তিন গুন টাকা এত সল্প সময়ে পাবো তা বুঝিনি। যেই ছেলের বাবা, ভাই-বোন কেউ নেই, জীবনে কষ্ট করে লেখা পড়া শিখে একটি প্রাইভেট হাসপাতালে চাকুরী করতো! সেই তরতাজা ছেলে আমার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলো। কান্না জড়িত কন্ঠে এসব কথাই বলছিলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোটচাঁদপুর মেট্রোর গ্রাহক মৃত জুলফিকার আলীর মা জুলেখা বেগম। এসময় তিনি সোনালী লাইফ কে ধন্যবাদ জানান।

বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাসষ্টান্ডে কোম্পানির মেট্রো অফিসে গ্রাহক জুলফিকার আলীর মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল এবং চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইউনিট ম্যানেজার এসএম রায়হান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার সাকিব মোহাম্মদ আল হাসান। দোয়া অনুষ্ঠানে মৃতের মা জুলেখা বেগম ও শিশু কন্যা ছোহার হাতে কোম্পানির এক লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইউনিট ম্যানেজার রাকিব উদ্দিন মালিতা।
এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ মেট্রোর ইউনিট ম্যানেজার টিপু সুলতান, ইউনিট ম্যানেজার তাজুল ইসলাম, ইউনিট ম্যানেজার শামিমা আক্তার, ইউনিট ম্যানেজার শিবলুর রহমান, ইউনিট ম্যানেজার রুবিনা খাতুন, ইউনিট ম্যানেজার আল-আমিন খান সোহেল প্রমূখ।

এসময় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ফিন্যান্সিয়াল এসোসিয়েট ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, কোম্পানির সিনিয়র ফিন্যান্সিয়াল এসোসিয়েট মাওলানা আসিফুজ্জামান আসিফ।