Print

Rupantor Protidin

বেনাপোলে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন সামগ্রী জব্দ

প্রকাশিত হয়েছে: মার্চ ২০, ২০২৫ , ৯:১৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২০, ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ

Sheikh Kiron

বেনাপোল সীমান্তে বিজিবি কর্তৃক বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে তিন লক্ষ এক হাজার আটশত চল্লিশ টাকা মূল্যের বিভিন্ন প্রাকর চকলেট, জিরা, চোখচকলেট, সনপাপড়ি, মুভ মলম এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি সদস্যরা। ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে।

বৃহস্পতিবার দুপর ১ টার সময় একটি তল্লাশি অভিযান পরিচালনা করেন, টাস্কফোর্সে সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অপস্ অফিসার মাসুদ রানা, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শওকত মেহেদী সেতু, এবং এসআই মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বেনাপোল পোর্ট থানাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিতি ছিলেন।

টাস্কফোর্স অভিযান পরিচালনা করে সাদীপুর মার্কেটের ৬ টি দোকানে থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে আনয়নকৃত ৪ কৌটা চোখ চকলেট, ১০ প্যাকেট জিরা, ২৫ প্যাকেট সনপাপড়ি, ১৮টি মুভ মলম এবং ৪৪৯৩ টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। যার সিজার মূল্য ৩ লাখ ১ হাজার ৮৪০ টাকা।

এ সময় বিজিবি অধিনায়ক জানান, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। চোরাচালান এ দেশের অগ্রগতি পথে এক বিরাট বাধাঁ সরূপ। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি রাজস্ব আহরণে সরকারকে সহযোগিতা করাই বিজিবি’র মূল উদ্দেশ্য। একই সাথে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করণে দেশীয় পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন। ভবিষ্যতে চোরাচালান রোধে এ ধরণের টাক্সফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে অবহিত করেন।

টাস্কফোর্সের মাধ্যমে জব্দকৃত চোরাচালানী মালামাল বেনাপোল কাস্টমস এ জমা করা হযেছে।