জেলার চৌগাছায় উপজেলা নিরাপদ খাদ্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
বক্তব্য রাখেন যশোর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, প্রধান শিক্ষক কামাল আহমেদ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নুরুল কদর, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, উপজজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিথুনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা, ইউপি সদস্য মুসলিমা খাতুন প্রমুখ।
সভায় নানা আলোচনার পর সিদ্ধান্ত হয় আগামী মাসে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাব দিয়ে চৌগাছা বাজারের খাদ্য নিরাপদ কিনা তা যাচাইয়ে একটি সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। এছাড়াও নিরাপদ খাদ্য উৎপাদনের বিষয়ে কৃষকদের এবং বিভিন্ন স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করা হবে।