Print

Rupantor Protidin

ব্যাটারি চালিত ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

প্রকাশিত হয়েছে: মার্চ ১৯, ২০২৫ , ১:১৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৯, ২০২৫, ২:৫৪ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

যশোর- বেনাপোল সড়কে ব্যাটারি চালিত ভ্যান ও অ্যাম্বুলেন্সেরমুখোমুখি সংঘর্ষে তিন ব্যক্তি নিহত অপরদিকে দুই ব্যক্তি আহত হয়েছে। তৎক্ষণাৎ আহত ব্যক্তিদ্বয় কে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।জানা গেছে ঘটনাটি ঘটেছে নবীবনগর এলাকায়বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে।

সড়কদুর্ঘটনায় নিহতরা ব্যক্তিরাহলেন গদখালি গ্রামের জহুর আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০), বামন আলী গ্রামের হাসান ইকবালের কন্যা রত্না খাতুন (১১), সৈয়দ পাড়া গ্রামের জামাল সরদারের পুত্র মোহাম্মদ বাবলু (৫৫)। আহত অপর দুই ব্যক্তি গদখালি ইউনিয়নের বামন আলী গ্রামের এরশাদ আলীর পুত্র হাসান ইকবাল (৩৬) তার স্ত্রী হালিমা খাতুন (২৭)।

নিহত শিশুরত্না খাতুন (১১) আহত হাসান ইকবাল ও হালিমা খাতুনের কন্যা। আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ৩ব্যক্তি ভ্যান আরোহী ছিলেন।

সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনার পর অ্যাম্বুলেন্সে চালক গাড়ি নিয়ে পালিয়েছে। পলাতক অ্যাম্বুলেন্স চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।  এ ব্যাপারে ঝিকরগাছা থানায় মামলা দায়ের হয়েছে।