Print

Rupantor Protidin

যশোরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত হয়েছে: মার্চ ১৮, ২০২৫ , ১০:১০ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৮, ২০২৫, ১০:১০ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে এবার বাক প্রতিবন্ধী ভিক্ষারীর ৬ষ্ট শ্রেনীতে পড়ুয়া ১১ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে যশোর কোতয়ালী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ওই ছাত্রীর নিজ বাড়ির পাশে গত শনিবার চুড়ামনকাটি উত্তপাড়ার পিয়ার আলী মন্ডলের ছেলে আব্দুর রহমান দ্বারা ধর্ষনের শিকার হন।

ধর্ষনের শিকার শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, চুড়ামনকাটি বাজারের একটি চাতালে ১১ বছরের শিশু কন্যাকে নিয়ে বসবাস করে একজন বাক প্রতিবন্ধী ভিক্ষারী মহিলা। সারাদিন শিশুটির মা ভিক্ষার কারণে বাইরে থাকায় তাদের বাড়িতে কয়েক দিন ধরে চুড়ামনকাটি উত্তরপাড়ার মৃত পিয়ার আলী মন্ডলের লম্পট ছেলে আব্দুর রহমান অবাধে যাতায়াত করতে থাকে। ধর্ষনের শিকার শিশুটি জানায়, একটি মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে রহমান তাকে কয়েকদিন ধরে নিয়মিত ধর্ষন করে আসছে। সর্ব শেষ গত ১৫ মার্চ সন্ধ্যা সাতটার দিকে শিশুটির বাড়িতে রহমান যাই এবং বাড়ির সামনে একটি বন্ধ দোকানের সামনে ডেকে নিয়ে আসে। তারপর আবারও মোবাইলের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। বিষয়টি মেয়েটি পরদিন তার মা শিলা বেগমকে জানায়।

এ ব্যাপারে তার মা জানান, আমার মেয়ে আমাকে পুরো ঘটনাটি বলার পর আমি স্থানীয় কয়েকজনকে জানায়। এরপর মঙ্গলবার দুপুরে রহমানের স্ত্রী আমার বাড়িতে এসে আমরা তার স্বামীর বিরুদ্ধে থানায় ধর্ষন মামলা করলে আমাদের এলাকা ছাড়তে হবে বলে হুমকি দেয়। বর্তমানে তাদের হুমকির কারণে আমি আমার পরিবার নিয়ে চরম আতংকে আছি।

তিনি আরো জানান, আমি মামলার প্রস্তুতি নিচ্ছি। আমার মেয়ের সাথে যা হয়েছে তার দৃষ্টন্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ওসি তদন্ত কাজী বাবুল জানান, ঘটনার খবর পেয়েই আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এ ব্যাপারে এখনো কোন অভিযোগ করেননি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, ঘটনার থেকেই অভিযুক্তকে আটকে পুলিশি অভিযান শুরু হয়েছে। এছাড়া মেয়েটির পরিবারের নিরাপত্তার বিষয়ে আমাদের পুলিশ সজাগ রয়েছে।