Print

Rupantor Protidin

যশোরে সন্তানকে জিম্মি করে ধর্ষণচেষ্টার দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত আটক

প্রকাশিত হয়েছে: মার্চ ১৭, ২০২৫ , ৯:১৪ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৭, ২০২৫, ৯:১৪ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান নামের এক যুবককে আটক করেছে উপশহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটককৃত হাসান উপশহর শফিউল্লার মোড় এলাকার মৃত আলমগীরের ছেলে।

পুলিশ জানায়, ভিকটিমের ছোট ভাইয়ের বন্ধু হাসান রবিবার রাত ৯টার দিকে ভিকটিমের বাড়িতে আসে। সে জানায়, তার ফোনে চার্জ নেই এবং চার্জ দেওয়ার জন্য সে ভিকটিমের বাড়িতে এসেছে। বাড়ির ভেতরে প্রবেশ করে ফোন চার্জে লাগানোর পর, ভিকটিম পাশের রান্নাঘরে যান।

কিছুক্ষণ পর হঠাৎ শিশুকন্যার কান্নার শব্দ শুনে দৌড়ে ঘরে ঢোকেন ভিকটিম। তখনই দেখেন, হাসান তার চার বছরের সন্তানের গলায় ধারালো ছুরি ধরে রেখেছে। সন্তানকে বাঁচানোর জন্য তিনি দ্রুত এগিয়ে গেলে হাসান তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে।

ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটির গলায় ছুরির আঘাত লাগে এবং ভিকটিম নিজেও আহত হন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হাসান পালিয়ে যায়।

পরে ভিকটিম রাতেই কোতোয়ালি থানায় মামলা করেন। ঘটনার পরপরই উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাৎক্ষণিক অভিযান চালায়। দুই ঘণ্টার মধ্যেই মনিহার বাসস্ট্যান্ড থেকে পালিয়ে যাওয়ার সময় হাসানকে আটক করা হয়।