Print

Rupantor Protidin

কেশবপুরে ছাত্রীর মরা দেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: মার্চ ১৫, ২০২৫ , ৮:৫৪ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৫, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ

Sheikh Kiron

কেশবপুর পৌর শহরের সাহাপাড়া হোপি হাউজ গালস্ হোম এন্ড খ্রীস্টান সেন্টারে রাজেরুং ত্রিপুরা (১৫) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

গতকাল শুক্রবার রাতে খ্রীস্টান সেন্টারের ভিতরে ঔই শিক্ষার্থীর শয়নকক্ষের জানালার রডে কালো কালারের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানান খ্রীস্টান কর্তৃপক্ষ। ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ী বান্দরবন জেলার থানচি থানার কালুপাড়া গ্রামের রমেশ ত্রিপুরার কন্যা। শিক্ষার্থীর অভিভাবকের ফোন নাম্বার চাওয়া হলে খ্রীস্টান সেন্টার কর্তৃপক্ষ দিতে নারাজ।

কেশবপুর থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের জানান। আমরা খ্রীস্টান সেন্টারে সরেজমিনে তদন্ত করেছি ঔই ছাত্রীর শয়নকক্ষে জানালার রড়ে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করছে বলে খ্রীস্টান কর্তৃপক্ষ। অন্য শিক্ষার্থীদের কাছে জানলে তারা কিছুই জানেনা বলছে।থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।