Print

Rupantor Protidin

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে

চৌগাছায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল-সমাবেশ 

প্রকাশিত হয়েছে: মার্চ ১৫, ২০২৫ , ২:৪০ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৫, ২০২৫, ২:৪১ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন। শনিবার (১৫মার্চ) বেলা সাড়ে ১০টায় মিছিল পূর্ব সমাবেশ শহরের প্রেসক্লাব চত্বরে (কোটচাঁদপুর বাসস্ট্যান্ড) অনুষ্ঠিত হয়।

সমাবেশে চৌগাছা উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি জিসান আহমেদ সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ চৌগাছা উপজেলা শাখার সভাপতি -মাওলানা আনিছুর রহমান, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মুফতি শিহাব উদ্দিন, উপজেলা যুব আন্দোলনের সেক্রেটারি  ইউসুফ আমির পরাগ, পৌর যুব আন্দোলনের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-সভাপতি  জুবায়ের আহমেদ, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি শিহাব উদ্দিন, নারায়নপুর ইউনিয়ন সভাপতি মাওলানা শুকুর আলী প্রমুখ।

সমাবেশ শেষে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি জিসান আহমেদ, সেক্রেটারি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি জুবায়ের আহমেদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। সমাবেশ ও মিছিলে বক্তারা দেশব্যাপী সংঘটিত সকল ধর্ষণের দ্রুত বিচার দাবি করেন এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার দাবি জানান।