Print

Rupantor Protidin

যশোরে জাগপা‘র উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে: মার্চ ১৪, ২০২৫ , ১০:২৭ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৪, ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্টিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা নার্গিস ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপিকা নার্গিস ইসলাম বলেন, ৭ মার্চের ভাষণে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। বরং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে ইতিহাস বিকৃত করেছে। সময় এসেছে প্রকৃত ইতিহাস তুলে ধরার।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত। তিনি বলেন, ৭১-এর চেতনার মতো ২৪-
এর চেতনা নিয়েও কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মো. ইসহক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর
যশোর জেলার আমীর অধ্যাপক গোলাম রসূল, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সমন্বয়ক রাশেদ খান, নাগরিক কমিটির নেতা সুয়াইব হুসাইন, ফল ব্যবসায়ী সমিতির যশোর জেলার সভাপতি এস এম সাইফুল ইসলাম লিটন, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ার কবীর নান্টু, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু প্রমুখ।

সভায় বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে বলেন, পিলখানা গণহত্যা, শাপলা চত্বর গণহত্যা ও জুলাই গণহত্যার জন্য দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে। জাগপা যশোরের সাধারণ সম্পাদক কামাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জাগপা নেতা রেজওয়ান বাবু। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ অহিদুজ্জামান।