Print

Rupantor Protidin

সাত দিনের মধ্যে বিচার দাবি

ইবিতে শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: মার্চ ১৪, ২০২৫ , ৭:৫৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৪, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ

Sheikh Kiron

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত শিশু আছিয়ার গায়েবানা জানাজা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ কর্মসূচি করেন। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। সমাবেশে শিক্ষার্থীরা এ ঘটনায় জড়িতদের আগামী সাত দিনের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, ফ্যাসিবাদী আমলে এদেশে যত ধর্ষণের ঘটনা ঘটেছে সেগুলোর বিচার আজও হয়নি। যার ফলে দিনেরপর দিন ধর্ষণের মতো ঘটনা বেড়েই চলেছে। পূর্বে ঘটে যাওয়া সবগুলো ধর্ষণের বিচার করতে হবে। আর আছিয়ার সঙ্গে ঘটে যাওয়া এ ঘটনার বিচার আগামী সাত দিনের মধ্যে করতে হবে। অন্যথায় এদেশের মানুষ আবারও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।