বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে রমজান উপলক্ষে ফুডপ্যাক বিতরণ করা হয়।
ফুড প্যাক বিতরণ উপলক্ষে ১৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা জামায়াতের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর- (চৌগাছা -ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিশু হৃদরোগ ও ইনটেনসিভ কেয়ার বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ।
উপজেলা জামায়তের সহকারী সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, কর্মপরিষদ সদস্য রহিদুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অর্থ-সম্পাদক মাস্টার ইমদাদুল হক, চৌগাছা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, পৌর সেক্রেটারি ডাক্তার জিল্লুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও পাশাপোল ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের প্রমুখ।আলোচনা শেষে চৌগাছা পৌরসভার ৩৫টি পরিবারের মধ্যে ফুড প্যাকেট বিতরণ করেন।
প্রতিটি ফুড প্যাকেটে ১০ কেজি চাল, তেল ১ লিটার, ছোলা ১ কেজি, চিনি ১ কেজি, গুড়া দুধ ১ প্যাকেট, সেমায় ১ প্যাকেট ও ১ কেজি করে মসুর ডাল দেওয়া হয়।