Print

Rupantor Protidin

যশোরে ভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে: মার্চ ১১, ২০২৫ , ৯:৪৭ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১১, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ

Sheikh Kiron

ইটভাটা বন্ধ এবং লাইসেন্স জটিলতা নিরসনের দাবিতে যশোরের সহস্রাধিক ভাটা শ্রমিক ও মালিক বিক্ষোভ প্রদর্শন করেছেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে তারা যশোর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে নিজেদের দাবির স্বপক্ষে স্লোগান দেন ও বক্তব্য রাখেন। এর নেতৃত্ব দেন জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি নাজির আহমেদ মুন্নু।

সমাবেশে বক্তারা বলেন, দূরত্ব নির্দিষ্ট করে দেওয়ার কারণে দেশের কিছু জিগজাগ ইটভাটার মালিক পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছেন না। জিগজাগ ভাটার জন্য নিষিদ্ধ এলাকার দূরত্ব চারশ’ মিটার এবং বনের দূরত্ব সাতশ’ মিটার করে ভাটা স্থাপনের জন্য লাইসেন্স প্রদানের দাবিও জানান বক্তারা।

সমাবেশ থেকে মালিক ও শ্রমিকেরা সাত দফা দাবিনামাও পেশ করেন। তাদের এই দাবির মধ্যে রয়েছে-জিগজাগ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত বন্ধ, মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল এবং ইটভাটাকে শিল্প হিসাবে ঘোষণা দেয়া।

সমাবেশ থেকে অনতিবিলম্বে সাত দফা বাস্তাবায়নের দাবি জানিয়ে বলা হয়, দাবি না মানলে ঈদের পর ঢাকায় মহাসমাবেশ করা হবে। এছাড়া, প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করা হবে।

এদিকে, সমাবেশের এক পর্যায়ে যশোরের জেলা প্রশাসক নিচে নেমে এসে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। তিনি বিক্ষোভকারীদেরকে আশ্বস করে বলেন, বিষয়টি তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে গুরুত্বের সাথে তুলে ধরবেন।

জেলা প্রশাসক ইটভাটা মালিক সমিতির দেওয়া একটি স্মারকলিপি গ্রহণ করেন।