Print

Rupantor Protidin

যশোরে জেলা আ্ইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০২৫ , ৯:৩১ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৯, ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরে রোজা ও ঈদ উপলক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিভিন্ন উপায় ও ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে।

এ সময় বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে পুলিশ ও প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরণের সহযোগিতারও আশ্বাস দেয়া হয়। এমনকী আইন শৃঙ্খলা রক্ষায় ও শান্তি বজায় রাখায় জেলা জামায়াতের পক্ষ থেকে বিএনপির সাম্প্রতিক নানা পদক্ষেপেরও প্রশংসা করা হয়।

জেলা প্রশাসক ও জেলা আইন শৃঙ্খলা কমিটির সাভাপতি মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে গতকাল সকালে এ সভা হয়। সভায় সিদ্ধান্ত হয় বিগত ফ্যাসিস্ট সরকারের উচ্ছিষ্টভোগী, মোবাইলে লাইভে বা মিথ্যা তথ্যদিয়ে পোস্টদাতা গুজব সৃষ্টিকারী ও যারা শহরের শান্তি শৃঙ্খলা নষ্টকারী, অপরাধী, সন্ত্রাসী, চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ পরিকল্পিতভাবে শহরে বিশৃঙ্খলাসৃষ্টিকারী, বাজারে সয়াবিনসহ মানুষের ক্ষতিকরে ও বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে।

সভায় গত রমজানের চেয়ে চলতি রমজানে নিত্যপণ্যের মূল্য অপেক্ষাকৃত কম উল্লেখ করে বোতলজাত সয়াবিনের কৃত্তিম ঘাটতির কথা আলোচিত হয়। এ সময় মজুদদার ব্যবসায়ীদের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। যশোর কালেক্টরেট এর অমিত্রাক্ষর সভাকক্ষে এই সভা হয়।

সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা, শহরের যানজট নিয়ন্ত্রণে আনা, সন্ত্রাসীদের অপচেষ্টা ও অপপ্রচার, গুজব ছড়ানো, পরিবেশ নষ্ট করার চেষ্টা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রচেষ্টাকারীদের অপচেষ্টা, জেলা ও শহরে বেড়ে যাওয়া চুরি, ছিনতাই, ডাকাতি, ছুরি চাকুর ব্যবহার বৃদ্ধিতে জনমনে আতঙ্ক, মাদকের ভয়াল থাবা কীভাবে ছড়িয়ে পড়েছে গ্রাম ও তৃণমূল পর্যন্তÍ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়। এ সব পরিস্থিতে করণীয় দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবাগত পুলিশ সুপার রওনক জাহান, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, জেলা পিপি ও বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মোহাম্মদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার নূর ই- আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমীর গোলাম রসুল, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।