Print

Rupantor Protidin

যশোরে সনাকের মানববন্ধনে সর্বস্তরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবী

প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০২৫ , ৮:৩২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৯, ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ

Sheikh Kiron

দেশজুড়ে সমাজের সব স্তরের নারীদের ওপর হয়রানি, নির্যাতন, ধর্ষণ, সাইবার বুলিংয়ের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। আর ঘরে নারী নির্যাতনের পরিসংখ্যান তো বাদই থাকছে। এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই; বরং এটি নারীদের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত সহিংসতা। বাংলাদেশে নারীদের নিরাপত্তা এখন একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতার পাশাপাশি রাষ্ট্রকে উদ্বেগজনক এ পরিস্থিতি সামলাতে দৃশ্যমান উদ্যোগ নিতে হবে।

রবিবার সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোরের আয়োজনে মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন বক্তারা। প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি হয়।

নারী দিবস উপলক্ষে আয়োজিত তিনদিনব্যপি কর্মসূচির দ্বিতীয় দিনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী।

টিআইবি ও যশোর সনাকের এরিয়া কোঅর্ডিনেটর আব্দুল হালিমের সঞ্চালনায় মানববন্ধনে সনাক সদস্য অ্যাডভোকেট সৈয়দা মাসুমা বেগম তার বক্তব্যে বলেন, নারী দিবসের তাৎপর্য অনেক তবে সমাজে নারীদেরকে পুরুষ কি দৃষ্টিতে দেখে তা বিবেচ্য বিষয়। আর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচলিত আইনে দূর্বলতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সনাক সদস্য অ্যাডভোকেট কামরুন্নাহার কমা বলেন, নারীর অধিকার তার সাংবিধানিক অধিকার কোন দয়া দাক্ষিণ্যের বিষয় নয়। আমরা মহিয়সী নারী বেগম রোকেয়ার কথা বলি অথচ, তার দর্শনকে আজও সমাজ সহজে গ্রহণ করে না।

সনাক সদস্য অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু বলেন, বাংলাদেশ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ সিডো সনদে স্বাক্ষরকারী দেশ হলেও নারীর প্রতি সহিংসতার আইন ও বিচারিক কার্যক্রমে দীর্ঘসূত্রিতা বিদ্যমান।

তিনি সম্প্রতি মাগুরায় আট বছরের শিশু, কয়েকবছর আগে তনু ধর্ষণ ও হত্যাসহ অন্যান্য নারীর প্রতি সহিংসতার উদাহরণ দিয়ে বলেন, এই সমাজ নারীকে কি চোখে দেখে তা এ ঘটনাগুলোর দিকে তাকালেই বোঝা যায়। তিনি মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের প্রতিবাদ কে সাধুবাদ জানান।

তিনি সকলের প্রতি আহবান রাখেন, যাতে করে পরিবারে, সমাজে, কর্মস্থলে নারী অপরাপর একজন মানুষের মর্যাদায় বেঁচে থাকতে ও স্বাভাবিক জীবন যাপন করতে পারে।

মানববন্ধনে সনাক, ইয়েস সদস্যসহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করন।

মানববন্ধনের শুরুতেই ইয়েস সদস্য সুমা সরকার নারী দিবসের ধারনা পত্র পাঠ করেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ পাভেল চৌধুরী বলেন, নারীর প্রতি সহিংসতার মাত্রা বহুমুখি। আমরা আমাদের ছেলে-মেয়েকে কিভাবে প্যারেন্টিং করছি তা অতি গুরুত্বপূর্ণ।

এর আগে গকতকাল শনিবার নারী দিবস উপলক্ষে টিআইবি প্রণীত ১১ দফা দাবীনামা পেশের পাশাপাশি ইয়েস সদস্যরা দিবসের ধারণা পত্র বিতরণ করেন। এছাড়া আগামী ১২ মার্চ মাহিদিয়া গ্রামে কর্মজীবী নারীদের সাথে মতবিনিময় ও নাগরিক সমাবেশের মাধ্যমে সনাকের তিনদিনের কর্মসূচি শেষ হবে।