Print

Rupantor Protidin

ঝিনাইদহে শিশুকে বিষ দিয়ে হত্যার অভিযোগ মা গ্রেফতার 

প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০২৫ , ৩:১৪ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৯, ২০২৫, ৩:১৮ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

ঝিনাইদহের কোটচাঁদপুরে সৎ মা কর্তৃক শিশুকে বিষ পান করিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত সৎ মা হুমায়রা খাতুন বন্যাকে গ্রেফতার করেছে ঝিনাইদহ  রেপ ৬। গেল রাত ১টার দিকে অভিযান চালিয়ে মহেশপুরের শিশুতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানাই গেল ১ তারিখে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামে ছোট্ট শিশু মাহমুদা তার সৎ মা হুমায়রা আক্তার বন্যার কাছে জুস খেতে চাইলে কোমল পানীয় বোতলে বিষ ভরে মাহমুদাকে খাইয়ে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে  ঢাকা কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে ফেরত দেয়। এরপর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে গেল বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির  বাবা শাহিন আলম বাদী হয়ে কোটচাঁদপুর থানায় তার স্ত্রী হুমায়রা খাতুনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
ঝিনাইদহ রেব  ৬ কোম্পানি কমান্ডার মেজর নাঈম জানান,  মামলা করার ২৪ ঘন্টার মধ্যে ঝিনাইদহ র‌্যাব ৬ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শিশুতলা গ্রামে এক নিকট আত্মীয়র বাড়ি অবস্থান করছে আসামি হুমায়রা খাতুন বর্না। পরে গতরাত একটার দিকে অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করে কোটচাঁদপুর মডেল থানাই সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে প্রেরণ করেছে কোট চাঁদপুর থানা পুলিশ