Print

Rupantor Protidin

চৌগাছায় কুপিয়ে পিতাকে হত্যা করলো ছেলে

প্রকাশিত হয়েছে: মার্চ ৮, ২০২৫ , ১:১১ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৮, ২০২৫, ১:১১ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

যশোরের চৌগাছায় শরিফুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র (দা) দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে রোমেম (২১)। নিহত শরিফুল উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা গ্রামের আলীবক্সের ছেলে। শনিবার (৮মার্চ) ভোর চারটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের দ্বিতীয় স্ত্রী হাছিনা খাতুন বলেন, ভোর রাতে সেহেরী খাওয়ার উদ্দেশ্যে ঘুম থেকে উঠে বাথরুমে যাই। সেখানে থাকা অবস্থায় স্বামীর চিৎকার শুনে ঘরে এসে দেখি আমার স্বামীর আগের স্ত্রীর ছেলে রোমেম তাকে এলোপাতাড়ি কুপাইতেছে। তখন সে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, নিহত শরিফুল ২০২০ সালে নিজের ১২বছর বয়সী মেয়েকে ধর্ষণ করে। এরপর মেয়েকে নিয়ে তার প্রথম স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। তবে ছেলে রোমেমকে বাবা রেখে দেন। এরপর ছেলেকে বিয়ে দেন উপজেলার পুড়াপাড়া গ্রামে। তবে সেই পুত্রবধুকে গত ২০/২২ দিন আগে তালাক করিয়ে ১৫দিন আগে বর্তমান স্ত্রীর (রোমেমের সৎ মা) বোনের মেয়ের সাথে বিয়ে দেন। এসব নিয়ে ছেলের সাথে তার দ্বন্দ্ব চলছিলো।
চৌগাছা থানার ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী লিখিত অভিযোগ দিয়েছেন। আসামীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।