Print

Rupantor Protidin

ইবি উপাচার্যের কার্যালয়ে হট্টোগোল

রাতে দফায় দফায় বহিরাগতদের সঙ্গে ইবি প্রো-ভিসির মিটিং, উত্তেজনা

প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২৫ , ৯:৩০ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৫, ২০২৫, ৯:৩০ অপরাহ্ণ

Sheikh Kiron

রেজিস্ট্রার পদে নিয়োগকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসির কার্যালয়ে দফায় দফায় বাকবিতন্ডার ঘটনার ঘটনা ঘটেছে। এসময় ‘ভিসি কিভাবে তার পদে থাকে তা আমি দেখে নিবো’ বলে হুমকি দেন প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এদিকে একই দিন রাতে বহিরাগতদের সঙ্গে দফায় দফায় মিটিং করেছেন ড. এয়াকুব। ছাত্রদলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে চাপে ফেলতে ও নিজ উদ্দেশ্য হাসিল করতে তিনি বহিরাগতদের সঙ্গে মিটিং করেছেন বলে আশংকা করছেন অনেকে।

একইসঙ্গে এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। তবুও শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় বহিরাগতদের সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান করতে দেখা গেছে। এ নিয়ে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে থমথমে অবস্থা বিরাজ করছে।

সূত্র বলছে, গতকাল ইসলামী বিশ্ববিদ্যালয় ভিসির সঙ্গে বাগবিতণ্ডার জেরে রাতে বহিরাগতদের সঙ্গে একান্ত বৈঠক করেন ইবি প্রো-ভিসি ড. এম ইয়াকুব আলী। মাগরিবের পরে ঝিনাইদহের ত্রিবেণী ইউনিয়নের বিএনপির সহ সভাপতি আবু জাফর মোল্লা ও সাধারণ সম্পাদক লাভলু মন্ডলের সঙ্গে মিটিং করেন তিনি। এছাড়া ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও মাসুদ রুমি মিথুনের সঙ্গেও মিটিং করেন প্রো-ভিসি। মিটিংয়ে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা সম্পূর্ণ জানা যায়নি। তবে ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে দেওয়া হুমকির সঙ্গে এ মিটিংয়ের যোগসূত্র আছে বলে আশংকা প্রকাশ করেছেন কয়েকজন শিক্ষক।

স্থানীয় নেতাদের সঙ্গে মিটিংয়ের বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড ইয়াকুব আলী বলেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আলোচনা হয়েছে। জিয়া পরিষদের শিক্ষক, বিএনপিপন্থী কর্মকর্তারা কারো দ্বারা হুমকিরশিকার হয়েছে কিনা সে বিষয়ে কথা হয়েছে।