Print

Rupantor Protidin

হামিদপুরে মারপিটের ঘটনায় থানায় মামলা, আটক দুই

প্রকাশিত হয়েছে: মার্চ ৩, ২০২৫ , ৯:৩৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৩, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরে তুচ্ছ ঘটনা কে রাতের আঁধারে দেশি ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে যখন করেছে ওই এলাকার চিহ্নিত একদল সন্ত্রাসী। আশংকাজনক অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ হামলার ঘটনায় আহতরা হলেন, তুফান (৩৮), বিদ্যুৎ (৪০) ও জুম্মান (৩৫)। এর মধ্যে বিদ্যুৎ ও জুম্মান স্থানীয় মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। এবং তুফান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গত রবিবার রাতে সদর উপজেলার হামিদপুর মধ্যপাড়া এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করেছে আকরাম হোসেন নামে স্থানীয় ইউপি সদস্য।

আহত জুম্মান জানান, তুফাতের সাথে একই এলাকার ওই এলাকার টনি, খোকন ও জনিদের সাথে বিরোধ চলে আসছিল। রবিবার সন্ধ্যায় তুফাত বাড়ির অদূরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জনি, টনি, বনি, রনি, কবিরসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ২/৩ জন তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় প্রতিবেশি ভাই জুম্মান বাধা দিতে এলে হামলাকারীরা তাকেও পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার আসামিরা হলো, হামিদপুর মধ্যপাড়ার খোকন মোল্লার চার ছেলে জনি (৪০), টনি (২২), বনি (২৫) এবং রনি (৩৮) ও জনির ছেলে তুহিন (২১)। পুলিশ আসামি বনি ও তুহিনকে আটক করেছে।