Print

Rupantor Protidin

চট্টগ্রামে তেল নিয়ে তেলেসমাতি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৫, ২০২৫ , ৭:০৮ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ

Sheikh Kiron

চট্টগ্রামে নগরীতে ভোক্তার অভিযানে তেল মজুদ ও নকল পণ্য বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নিয়মিত তদারকির অংশ হিসাবে রেয়াজুদ্দিন বাজার ও মোমিন রোডে অভিযান চালায় ভোক্তা অধিকার। এ সময় তিনটি প্রতিষ্ঠানে ভোজ্য তেল মজুদ ও নকল পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে রেয়াজুদ্দিন বাজারের সিদ্দিক আহমেদ চৌধুরী স্টোর ভোজ্য তেল সংকটের কথা বলে ক্রেতাদের তেল বিক্রি না করে গুদামে মজুদ রাখায় প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, হাজী জালাল স্টোর-এ নকল চেরি ফল, নকল ডান ও দুধসহ অননুমোদিত পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, মোমিন রোডের মেসার্স শরীফ স্টোর একই কৌশলে ভোজ্য তেল মজুদ করে সংকট দেখানোর চেষ্টা করছিল। এ কারণে দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি এই প্রতিষ্ঠানকে অতিরিক্ত মূল্যে তেল বিক্রির দায়ে জরিমানা করা হয়েছিল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে অভিযানে অসাধু ব্যবসায়িদের চিহ্নিত করে জরিমানা ও সতর্ক করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম চলমান থাকবে।

এসময় অভিযান উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী পরিচালক রানা দেবনাথ, মাহমুদা আক্তার এবং ক্যামেরাম্যান মো. আফতাবুজ্জামান এবং সংশ্লিষ্ট থানা পুলিশ কর্মকর্তা।