Print

Rupantor Protidin

চট্টগ্রামে রেলের জায়গা থেকে ৩ শতাধিক স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৫, ২০২৫ , ৬:৪৯ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ

Sheikh Kiron

চট্টগ্রামের পাহাড়তলীতে শহীদ শাহজাহান মাঠ এলাকায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে রেলওয়ে ভূসম্পত্তি বিভাগ ও নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পরিচালিত এ অভিযানে ৩৫টি দোকান ও বসতঘর উচ্ছেদ করা হয় এবং প্রায় ৩ একর সরকারি জমি দখলমুক্ত করা হয়।

অভিযান পরিচালনা করেন, বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর তংচইগা।

তিনি জানান, উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে দোকানপাট ছাড়াও কিছু কারখানার অবৈধ স্থাপনা ছিল। এই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান ও ঘরবাড়ি গড়ে উঠেছিল, যা দখল দারদের সতর্ক করা হয়েছিল। ভবিষ্যতে সরকারি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এই কর্মকর্তা আরও বলেন, কলোনিটি মাদকের হটস্পট হিসেবে পরিচিত। বছরের পর পর সেখানে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। এরসঙ্গে রেলওয়েসহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মচারী এবং রাজনৈতিক প্রভাবশালীরাও জড়িত।