Print

Rupantor Protidin

বারোবাজারের সাবেক চেয়ারম‍্যান ও তার ভাই যশোরে আটক

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২৫ , ৭:০০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ৭:০০ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটের দিকে যশোর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসার জন্য গেলে স্থানীয়রা তাকে চিনতে পেরে আটক করে। পরে তাকে মারধর করে যশোর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় তার সঙ্গে থাকা ছোট ভাই সুমনকেও গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে ১২টি মামলা রয়েছে।