Print

Rupantor Protidin

চৌগাছা কামিল মাদরাসায় অভিভাবক সমাবেশ

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২৫ , ৬:৫৩ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ

Sheikh Kiron

চৌগাছা কামিল মাদরাসার শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ফেব্রুয়ারী) বেলা ১১টায় মাদরাসার নতুন ভবনের তৃতীয় তলায় হলরুমে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোর্শেদ।

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জাহাঙ্গীর আলম, রাবেয়া খাতুন, হুমায়ন কবির প্রমুখ।

শিক্ষকদের মধ্যে ইংরেজির সহকারী অধ্যাপক কাসেদ আলী, আরবি সাহিত্যের সহকারী অধ্যাপক মাওলানা আবুল কালাম ও মাওলানা রিজাউল ইসলাম, সিনিয়র শিক্ষক ও প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা ফখরুল ইসলাম, শিক্ষক শামসুর রহমান, ইবাদুল ইসলাম, আয়নাল হক প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।