Print

Rupantor Protidin

চান্দগাঁওয়ে ছাত্রলীগ-যুবলীগের নেতাসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২৫ , ৭:০১ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ৭:০১ অপরাহ্ণ

Sheikh Kiron

চট্টগ্রাম নগরে চান্দগাঁওয়ের বিভিন্ন জায়গায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ-যুবলীগের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. আরিফ (২০), মো. সুমন (৩০), মো. ইমরান হোসেন (৩২) এবং এসএম সেলিম উদ্দিন (৫৪)।

এরমধ্যে আরিফ এবং সুমন ছাত্রলীগ নেতা, ইমরান হোসেন যুবলীগ নেতা এবং সেলিম উদ্দিন বায়েজিদ থানার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানিয়েছেন, গ্রেপ্তার চারজন বিস্ফোরক মামলার আসামি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।