Print

Rupantor Protidin

চট্টগ্রামে তিন দিনে সিএমপির অভিযানে গ্রেফতার ৮০

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২৫ , ৬:৫৯ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ

Sheikh Kiron

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৪২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দুপুর ২টা থেকে সোমবার দুপুর ২টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়াও গত তিন দিনে ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সিএমপির বিভিন্ন থানা পুলিশের অভিযানে মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়।

এর মধ্যে রবিবার ২৮ ও শনিবার ১০ জনকে গ্রেফতার করে বিভিন্ন থানা পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

গত চব্বিশ ঘণ্টায় গ্রেফতার ৪২ জন হলেন- বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় মামনুর রশিদ মামুন (৩৬), ইপিজেড থানার মামনুর রশিদ (৩৬), তারিকুল ইসলাম (২৬), চকবাজার থানার আশেকুল আলম আশিক (৩৮), মোহাম্মদ এরশাদ (৪৫), ডবলমুরিং মডেল থানার ইরাত শরীফ বিজয় (২৪), আব্দুল আজিম অপু (২৪), ইয়াছিন আরাফাত (৩৪), এস এম নাজমুল আলম শুভ (৩১), আসরাফ উদ্দিন সাদমান (১৯), সাজেদা বেগম (৪৩), সদরঘাট থানার ইশতিয়াক মুন্না (৩৫), ইলিয়াছ (৫১), মজনু (৫৩), রাজীব দে (৩৮), চান্দগাঁও থানার আদিত্য পাল (২৮), সাইদ ইমতিয়াজ সানি (৩০), আহমদ আলী (৫৪), খুলশী থানার শাহারিয়ার শাওন (২৮), আব্দুল হান্নান (৫৩), মাসুদ রানা (৪৬), মেহেদী হাসান (২৩), বন্দর থানার ফরহাদ (২৮), শাহাদাত হোসেন রুমান (৩০)।

এ ছাড়াও কোতোয়ালি থানা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ ২নং ইউনিটের প্রচার সম্পাদক মো. জহির উদ্দিন (৪৭), চট্টগ্রাম মহানগর ছাত্র লীগের সহ-সম্পাদক আবির সেন (৩০), চট্টগ্রাম মহানগর ছাত্র লীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক অনিক সেন গুপ্ত (৩০), চট্টগ্রাম স্টেশন রোডের হকার্স লীগের সভাপতি কবির ওরফে চেইন কবির (৪০), তানভীর রহমান নওশাদ (৩২), আলী আকবর (৪৭), রেজাউল করিম (৬১), মোহাম্মদ ফারুক (৫৫), ইকবাল হোসেন (৩৪), পাহাড়তলী থানার রাজু (৩০)।

বাকলিয়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওয়াব আলী (৫৫), ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক সেলিম (৫৫), ১৮ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মো. ওবায়েদ (৩৪), আলমগীর (৩৪), হাসান (৩৫), কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের ১নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আহম্মদ আলী (৩৯), পতেঙ্গা মডেল থানার সোহাগ (৩৪), সাইফুল ইসলাম সহ (৩০) সর্বমোট ৪২ জনকে গ্রেফতার করা হয়।