Print

Rupantor Protidin

সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক মিলন

যশোর সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০২৫ , ৮:৩৪ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ এবং নির্বাহী সদস্য পদে নির্বাচিত প্রার্থীদের ফরাফল প্রকাশ করেছে জেইউজে নির্বাচন পরিচালনা কমিটি।

সাজেদ রহমান সভাপতি, মনিরুজ্জামান মুনির সহ-সভাপতি, জয়ন্ত বসু যুগ্ম সম্পাদক এবং ডিএইচ দিলশান কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান মিলন ৪৩ ভোট পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী ইমরান হাসান টুটুল পেয়েছেন ২৩ ভোট।

নির্বাহী সদস্য পদে প্রণব দাস ৩৫ ভোট, রাহুল রায় ২৮ ভোট, লাবুয়াল হক রিপন ২৮ ভোট এবং মিরাজুল কবীর টিটো ১৪ ভোট পেয়ে নির্বাচনে অংশ নেন।

তবে, রাহুল রায় এবং লাবুয়াল হক রিপন সমসংখ্যক ভোট পাওয়ার পর, লাবুয়াল হক রিপন রাহুল রায়ের পক্ষে সমর্থন জানিয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন। জেইউজে নির্বাচন পরিচালনা কমিটি লাবুয়াল হক রিপনের আবেদন গ্রহণ করে রাহুল রায়কে নির্বাহী সদস্য পদে নির্বাচিত ঘোষণা করেন।

এড. মাহমুদ হাসান বুলু, চেয়ারম্যান, জেইউজে নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন এবং নতুন নির্বাচিতদের অভিনন্দন জানান।