যশোর কমিউনিটি যুক্তরাজ্য এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের পৌর কমিউনিটি সেন্টারে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কমিউনিটি যুক্তরাজ্য এর সভাপতি ইউনুস হাসান লিমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাকিবুল আলম রাকিব, যশোর কমিউনিটি যুক্তরাজ্য এর ক্রীড়া সম্পাদক রাশিদুল আলম রসি এবং আবদুল্লাহ বিদ্যুৎ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, যশোর কমিউনিটি যুক্তরাজ্য এর যশোর প্রতিনিধি তারিফ হোসেন ও কামরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষদের সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। শীতের তীব্র কষ্ট থেকে তাদের কিছুটা রক্ষা করতে পারলেই এই উদ্যোগ সার্থক হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শহরের স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। সমাজের অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে যশোর কমিউনিটি যুক্তরাজ্য এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।