Print

Rupantor Protidin

চট্টগ্রামে ব্রিটিশ নাগরিকের হারানো পাসপোর্ট, ৩ লাখ টাকা ও ফোন উদ্ধার

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৩, ২০২৫ , ৬:৩১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৩, ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ

Sheikh Kiron

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ব্রিটিশ নাগরিকের হারিয়ে যাওয়া দুটি পাসপোর্ট, ৩ লাখ টাকা, মোবাইল ফোন ও চেক বই উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে বাকলিয়া থানা এলাকা থেকে এসব জিনিস উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম। তিনি জানান, গতকাল সকাল সাড়ে ১১টায় জুবিলি রোড এলাকার একটি হোটেল থেকে ব্রিটিশ নাগরিক তাফিকা চৌধুরী ও তার স্বামী মো. ওয়াসিউর রহমান সিএনজি অটোরিকশা করে লাভলেন ইস্টার্ন ব্যাংকে যান। অটোরিকশা থেকে নেমে ব্যাংকে প্রবেশ করার কিছুক্ষণ পর তার বুঝতে পারেন তাদের সাথে থাকা ব্যাগটি ফেলে এসেছেন। দ্রুত নিচে নেমে দেখেন সিএনজি অটোরিকশাটি সেখানে নেই। পরে তিনি থানায় এসে বিষয়টি আমাদের জানায়।

তিনি আরও বলেন, ব্যাগটি উদ্ধারের জন্য আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় গাড়ির নম্বরটি শনাক্ত করি। সিএনজি অটোরিকশার চালকও বিষয়টি বুঝতে পারেননি যে কেউ একটি ব্যাগ ফেলে গেছে। সর্বশেষ এক যাত্রী নামার সময় তার ব্যাগের সাথে যখন ওই ব্যাগটি মিশে যায় তখন তিনি বলেন ব্যাগটি তার না। তখন চালক বুঝতে পারেন কেউ ব্যাগটি ফেলে গেছে। পরে আমরা গিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাকলিয়া থানা এলাকা থেকে ব্যাগটি উদ্ধার করি। ব্যাগে দুটি ব্রিটিশ পাসপোর্ট, নগদ ৩ লাখ টাকা ও মোবাইল ফোন ও একটি চেকবই পাওয়া যায়। পরে ওই ব্রিটিশ নাগরিককে হারিয়ে যাওয়া ব্যাগটি হস্তান্তর করা হয়।