Print

Rupantor Protidin

চৌগাছায় কচুরিপানার নিচ থেকে ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৯, ২০২৫ , ৬:০৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৯, ২০২৫, ৬:০৯ অপরাহ্ণ

Sheikh Kiron

চৌগাছায় নিখোঁজের তিনদিন পর পুলিশ ইজিবাইক চালক সোহাগ হোসেন রকির (২২) লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সোহাগ হোসেন রকি উপজেলার পুড়াহুদা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।

গতকাল শনিবার রাতে তরিকুল ইসলাম পৌর কলেজ সংলগ্ন বুড়িগাঙ থেকে যশোর পিবিআই ও থানা পুলিশ রকির লাশ উদ্ধার করে। হত্যাকান্ড ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ইজিবাইক চালক সোহাগ হোসেন রকি (২২) গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মত ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বের হন। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হয়ে রাত পার হলেও রকি বাড়ী ফেরেননি।
ফলে পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকেন। তারপরও তার হদিস পাওয়া যায়নি। এই অবস্থায় রকির পিতা লিয়াকত হোসেন ১৮ জানুয়ারি চৌগাছা থানায় সাধারণ যায়েরি করেন। নিখোঁজের বিষয়টি তদন্তের জন্য যশোর পিবিআইকে দায়িত্ব দেয়া হয়। এরপর পিবিআই দ্রুত তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায় মোবাইলের সূত্র ধরে পুড়াহুদা গ্রামের সোহানুর রহমান (২০), ইছাপুর গ্রামের সজল হোসেন (২২) ও পাঁচনামনা গ্রামের সুজন (২১) কে আটক করে। আটকের পর তাদের দেয়া তথ্য মতে শনিবার রাতে সোহাগ হোসেন রকির লাশ পৌরসভাস্থ্য তরিকুল ইসলাম পৌর কলেজ সংলগ্ন বুড়িগাঙের পট-কচুড়ির ভিতর থেকে উদ্ধার করে। উদ্ধারকৃত নিহতের লাশ রবিবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, রকি ইজিবাইক চালিয়ে সংসার চালাতো। প্রতিদিন রাত ৮/৯ টার মধ্যে বাসায় ফিরত। ওই বাড়ীতে না আসায় আমরা ব্যাপক খোঁজাখুজি করা হয়। তারপরও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে থানায় গিয়ে জিডি করা হয়।

থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ইজিবাইক উদ্ধারসহ হত্যার আলামত উদ্ধারে যশোর পিবিআই ও থানা পুলিশ কাজ করছে।