Print

Rupantor Protidin

যশোরে কাচ্চি কুইনের উদ্বোধন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১০, ২০২৫ , ৮:৫৫ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১০, ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ

Sheikh Kiron

সকল প্রস্তুতি শেষ করে যশোরে খাবারের রেস্তোরাঁ কাচ্চি কুইনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর কাচ্চি কুইনের উদ্বোধন করা হয়।

কাচ্চি কুইনের উদ্বোধন করেন, ইউটিবার বালুবেলা লায়লা।

এ সময় উপস্থিত ছিলেন ইউটিবার বিকে লিটন, কাচ্চি কুইনের চেয়ারম্যান রূপালী খাতুন, ব্যবস্থাপনা পরিচালক সোহেল মাহমুদ।

ভোজন প্রিয় স্মার্ট যশোরবাসীর জন্য দেশী বিদেশী উন্নতমানের রুচিশীল ও মানসম্মত খাবারের বিপুল সম্ভার নিয়ে যশোর যোগেন্দ্রনাথ সড়কস্থ লালদীঘির পূর্বপাড়ে রেষ্টুরেন্ট ‘কাচ্চি কুইন’ যাত্রা শুরু করেছে ।

কাচ্চি কুইনের বাসমতি কাচ্চি, কাচ্চি স্পেশাল, কাচ্চি পেটুক, কাচ্চি বোরহানি, ফিরনি, জাফরানী শরবত, জালি কাবাব, চিকেন রোস্ট, আফগানী কাবুলী পোলাও, মাটন পোলাও, প্লেইন পোলাও, মাটন রেজালা, চিকেন মালাইকারী ইত্যাদি পাওয়া যাচ্ছে। এছাড়াও ক্যাটারিং, পার্টিসহ সকল অনুষ্ঠানের বুকিং নেয়া হবে কাচ্চি কুইনে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান রূপালী খাতুন ও পরিচালক সোহেল মাহমুদ বলেন, যশোরবাসীকে ভেজালমুক্ত, উন্নতমানের রুচিশীল ও মানসম্মত খাবার পরিবেশন করা আমাদের একমাত্র লক্ষ্য। যশোরবাসীর সহযোগীতা পেলে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারব। যশোরবাসীকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।