Print

Rupantor Protidin

কেশবপুরে বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৯, ২০২৫ , ৫:৫৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৯, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের কেশবপুর পৌরসভার ৩ নং (বায়সা-সাবদিয়া) ওয়ার্ড বিএনপির উদ্যোগে পরিচিতি ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওয়ার্ডের স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা প্রভাষক আলা উদ্দিন আলা, সিনিয়র সহ-সভাপতি কুতুবুদ্দিন বিশ্বাস, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ূন কবির সুমন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম -সম্পাদক আব্দুল হালিম অটল।

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দাবির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, যুবদল নেতা নজরুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ। এ সময় ৩ নং ওয়ার্ড বিএনপি ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।