Print

Rupantor Protidin

গোপালগঞ্জে কৃষি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৯, ২০২৫ , ১:২৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৯, ২০২৫, ১:২৮ অপরাহ্ণ

Sheikh Kiron

শস্যপূর্ণ গোপালগঞ্জ খাদ্যে স্বয়ম্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে গোপালগঞ্জে কৃষি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এ কৃষি সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকালে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শস্যপূর্ণ গোপালগঞ্জ খাদ্যে স্বয়ম্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্যে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক আ: কাদের সরদার।

সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: গোলাম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, গোপালগঞ্জ জেলা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হলেও দিন দিন উদ্বৃত্তের হার কমে যাচ্ছে। আমাদের উদ্বৃত্তের হার বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সব সময় কৃষকের পাশে আছে। এ সময় সম্মেলনে পুলিশ সুপার মো: মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক’সহ জেলার সরকারি সকল দপ্তরের প্রধান ও সহস্রাধিক কৃষক অংশ নেন।