উপজেলা প্রশাসন ১ হাজার এতিম ও নৈশপ্রহরীকে শীতবস্ত্র বিতরণ করছে। গত এক সপ্তাহ ধরে বিভিন্ন এতিমখানা ও বাজারে যেয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহযোগিতায় সরকারি ভাবে কম্বল বিতরণ করেছেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক শেখ মোঃ রাসেল।
প্রতিদিন রাতে ১২ ইউনিয়নের ৪৮ টি বাজার ঘুরে নিজ হাতে তিনি নিরাপত্তা প্রহরীদের মাঝে কম্বল তুলে দেন। এসময় স্থানীয় বাজার বণিক সমিতির নেতৃবৃন্দের সহযোগিতা পেয়েছেন তিনি। ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া, কুমিরা, খলিশখালি, জালালপুর, মাগুরা, খেরশা, খলিলনগর, তালা সদর, তেতুলিয়া ও ইসলামকাটি ইউনিয়নের সকল এতিমখানায় কম্বল পৌছে দেওয়া হয়েছে। সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা বলেন, আমার ইউনিয়নের কয়েকটি এতিমখানায় কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া বাজার গুলোর নৈশপ্রহরীদেরকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। তবে এবার চাহিদার তুলনায় অনেক কম কম্বল পাওয়া গেছে। প্রতিদিন অসহায় ছিন্নমূল মানুষের ভিড় বাড়ছে ইউনিয়ন পরিষদে। আমরা ইউএনওকে জানিয়েছি।
তিনি আরও কম্বল প্রদান করার আশ্বাস দিয়েছেন। গত শীতে আমার ইউনিয়নের ৫০০ জনকে কম্বল বিতরণ করেছিলাম। এ ব্যপারে ইউএনও শেখ মোঃ রাসেল বলেন, ১২ ইউনিয়নের অর্ধ শতাধীক বাজারের সকল নিরাপত্তা প্রহরীকে সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সরকারি কম্বল বিতরণ করা হয়। ব্যবসায়ীদের আমানত রক্ষার্থে তীব্র শীতের রাতে নিয়জিত সকল নির্ভিক প্রহরীর পাশে আছে সরকার।
এর পূর্বে গত সপ্তাহে উপজেলার সকল এতিমখানার প্রকৃত এতিমদের মাঝে সংশ্লিষ্ট মুহতামিমের নিকট ও হতদরিদ্র জনগনের জন্য চেয়ারম্যানদের কাছে নির্দিষ্ট সংখ্যক কম্বল বিতরণ করা হয়েছে।