Print

Rupantor Protidin

যশোর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটে ইংরেজি বর্ষবরণ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৭, ২০২৫ , ১২:৫৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৭, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ণ

Sheikh Kiron

আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট পুলেরহাট যশোরে ইংরেজি ক্যালেন্ডারের নতুন বছর উপলক্ষ্যে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

০৭ জানুয়ারি ২০২৫ সকালে প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ফিরোজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ ইমদাদুল হক।

বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির এ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। বক্তারা বলেন, আদ্-দ্বীন বিশ্ব মানের মানব সম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছে। আমাদের হাসপাতালগুলোতে অত্যাধুনিক মেডিকেল সরঞ্জাম সংযোজিত করা হচ্ছে। নার্সিং ছাত্রীদের উন্নত পরিবেশে, উন্নত মানসিকতা পোষনের আহবান জানান বক্তারা। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানে উপাধ্যক্ষ মোসাঃ মেহেরুন্নেসা, ইনাস্ট্রাক্টর আলোমতি বেগম ও নুসরাত জাহান।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আনিকা সরকার। সঞ্চালনা করেন প্রথম বর্ষের শিক্ষার্থী সাদিয়া আক্তার বর্ষা ও মারিয়া আক্তার বৃষ্টি। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।