Print

Rupantor Protidin

পুরানা পল্টনে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৭, ২০২৫ , ১১:২৭ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ৭, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ণ

Sheikh Kiron

রাজধানীর পুরানা পল্টন এলাকার একটি ৪ তলা ভবনের দুই তলার একটি ল’ চেম্বারে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটের দিকে আগুনের এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, ওই ভবনের নাম মানিকগঞ্জ হাউস। ভবনটির দোতলায় একটি ‘ল’ চেম্বার রয়েছে বলেও জানায় ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।