Print

Rupantor Protidin

ছত্তিশগড়ে পুলিশের গাড়িতে বোমা হামলা, নিহত ৯

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৬, ২০২৫ , ৮:৪৫ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৬, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ

Sheikh Kiron

ভারতের ছত্তিশগড় রাজ্যে রাস্তায় বিদ্রোহীদের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে আট পুলিশ সদস্য ও একজন গাড়িচালক নিহত হয়েছেন। তারা একটি অভিযান শেষে ফেরার সময় সোমবার (৬ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে বিজাপুর জেলায় এ ঘটনা ঘটে।

এর আগে, গত শনিবার (৪ জানুয়ারি) ছত্তিশগড়ের অবুঝমাড়ের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর একটি অভিযানে দুজন নারীসহ চার মাওবাদী নিহত হয়। ওই অভিযান শেষে ফেরার পথে মাওবাদীরা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে এই হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।

সোমবার নিহত আট নিরাপত্তারক্ষী জেলা রিজার্ভ গার্ডের (ডিআরজি) সদস্য ছিলেন বলে জানা গেছে। মাওবাদী দমন অভিযানের জন্য বিশেষভাবে গঠিত এই ইউনিট রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার মূল স্তম্ভ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থলে বিশাল একটি গর্তের সৃষ্টি হয়।

ছত্রিশগড়ের প্রশাসন সূত্রে জানা গেছে, এই হামলায় ৯ জন নিহত হওয়ার পাশাপাশি গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। তাদের অবস্থা আশঙ্কাজনক। ওই গাড়িটিতে ডিআরজি’র জওয়ানেরা ছিলেন বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে বিজাপুর জেলারই ফরসেগড়ে পুলিশের চর ঘোষণা করে স্থানীয় বিজেপি নেতা কুদিয়াম মাঢ়োকে (৩৫) মাওবাদীরা হত্যা করে বলে অভিযোগ আছে। এরপর গত শনিবার থেকেই বিজাপুর লাগোয়া নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমানায় দক্ষিণ অবুঝমাড়ের জঙ্গলে মাওবাদী দমন অভিযান শুরু করে যৌথবাহিনী।