Print

Rupantor Protidin

শনিবার যশোরের যেসব এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২, ২০২৫ , ৬:৫১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২, ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ

Sheikh Kiron

ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড যশোরের বিক্রয় ও বিতরন বিভাগ- ১ এর আওতায় বার্ষিক রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন আগামী শনিবার উপকেন্দ্রের আওতাধীন এলাকায় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকা এলাকাসমূহ হচ্ছে বেজপাড়া, আরএন রোড, তালতলা, আইটি পার্ক, নতুন বাজার, নলডাঙ্গা রোড, এমএসটিপি স্কুল, বেজপাড়া মেইন রোড, পাসপোর্ট অফিস, টিটিসি, পিয়ারি মোহন রোড, যশোর কলেজ, যশোর মেডিকেল কলেজ, নতুন বাসস্ট্যান্ড, নাজির শংকরপুর, ইসহাক সড়ক, যশোর মেডিকেল কলেজ, নড়াইল রোড, পুড়াতন বাস টার্মিনাল, ফল পট্টি, তাঁতিপাড়া, নীলগঞ্জ সুপারি বাগান, হুসতলা, বকচর, চৌধুরী পাড়া, যশোর কোন্ড স্টোর, বিহারি কলনি, জোড়া মন্দির।