Print

Rupantor Protidin

জরিমানা আদায় ও পুড়িয়ে ধ্বংস

শার্শা উপজেলা প্রশাসনের অভিযানে নিষিদ্ধ জাল জব্দ

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩০, ২০২৪ , ৫:৩৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের শার্শায় বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার(৩০ ডিসেম্বর) দুপুরে বাগআঁচড়া বাজারে উপজেলা প্রশাসনের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন মৎস্য বিভাগ ও প্রাণী সম্পদ বিভাগ।

জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী বাগআঁচড়া বাজরে নিষিদ্ধ জাল বিক্রি করে আসছিলেন। যে জাল দিয়ে মাছ শিকারের কারণে খাল বিলের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়। এমন খবরে উপজেলা মৎস্য বিভাগ ও প্রাণী সম্পদ বিভাগ উপজেলা প্রশাসনের সহায়তায়। বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল রাখার দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ধারা অনুযায়ী মেসার্স ভাই ভাই স্টোরকে ৫ হাজার, ও মেসার্স রিফাত এন্ড শিথিল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা আদায় সহ দোকান থেকে জাল জব্দ করে।

উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরে জব্দ এসব জাল বাগআঁচড়া হাইস্কুল মাঠে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শার্শা থানা পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্টেট নুসরাত ইয়াসমিনের সহায়তায় এই অভিযানে ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তপু কুমার সাহা।

সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন জানান, কারেন্ট জাল দিয়ে মাছ শিকার ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।