Print

Rupantor Protidin

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্দ্যোগে শ্রীমঙ্গলে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২৪ , ৯:২১ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৪, ৯:২১ অপরাহ্ণ

Sheikh Kiron

শ্রীমঙ্গলে শীতের দুর্ভোগ কাটাতে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এটি একমাত্র ক্লাব যারা সম্পূর্ণরূপে সামাজিক সেবায় নিয়োজিত।

গত ২৬শে ডিসেম্বর, বৃহস্পতিবার তাদের বার্ষিক ইভেন্ট ‘শীতবস্ত্র বিতরণ ২০২৪’ আয়োজন করে। এই মানবিক ইভেন্টটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য প্রয়োজনীয় গরম কাপড় এবং কম্বল সরবরাহের উদ্দেশ্যে নিবেদিত, যাতে তারা কঠোর শীত থেকে নিরাপদ এবং উষ্ণ থাকতে পারে।

এ বছর তারা শ্রীমঙ্গলে অবস্থিত সিন্দুরখান বাগান, দক্ষিণ পার, মেডিক্যাল মাঠে প্রায় ১ হাজার অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচী পালন করেছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও এই শীতবস্ত্রের অনুদানে এগিয়ে আসেন।

এ আয়োজনে উপস্থিত ছিলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্যাকাল্টি এডভাইসর মেজবাহ উল হাসান চৌধুরীসহ ক্লাবের প্রায় ৪০ জন সদস্য।

তিনি বলেন, ‘আমাদের ছাত্রদের ‘শীতবস্ত্র বিতরণের’-এর মতো অপূর্ব সুন্দর চেতনার একটি উদ্যোগ নিতে দেখে খুবই ভালো লাগছে। শীতবস্ত্র বিতরণ শুধু অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো আমাদের একটি নৈতিক দায়িত্ব যা সহানুভূতিশীল সমাজ গঠনে সহায়তা করে। আমি নিশ্চিত এই আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সহানুভূতি এবং সামাজিক দায়বদ্ধতা গ্রহণে অনুপ্রাণিত করবে।’