Print

Rupantor Protidin

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২৪ , ৬:১৬ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৪, ৬:১৭ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে আরাফাত হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা ট্রেনে কাটা পড়েছে সে।

নিহত আরাফাত হোসেন উপজেলার আড়পাড়া এলাকার শফিউদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন।

আরাফাত হোসেনের বাবা শফিউদ্দিন জানান, দুপুর ১ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আসে আরাফাত। এরপর খবর পেয়ে এসে দেখি আরাফাতের দ্বিখণ্ডিত মরদেহ। কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না।

মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার তৌহিদুর রহমান জানান, মোবারকগঞ্জ স্টেশন ও বাবরা রেলগেটের মাঝখানে ৩২নং ব্রীজের কাছে এ দুঘর্টনা ঘটেছে। খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা ট্রেনে কাটা পড়েছে যুবক। ট্রেনটি দুপুর আড়াইটার দিকে স্টেশন অতিক্রম করেছে। যশোর থেকে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে। ছেলেটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।