Print

Rupantor Protidin

নতুন গুঞ্জন ইধিকাকে নিয়ে

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২৪ , ১১:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: এপ্রিল ১০, ২০২৫, ২:১৯ অপরাহ্ণ

Sheikh Kiron

প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন তিনি। ঢালিউডের পর টলিউডে পা দিয়েও বেশ সফল হয়েছেন ইধিকা। দেবের সঙ্গে ‘খাদান’ সিনেমা ব্লকবাস্টার হয়েছে, যা তার ক্যারিয়ারে বড় একটি মাইলফলক।

ইধিকার পথচলা ছোট পর্দা দিয়ে শুরু হলেও শাকিব খানের ‘প্রিয়তমা’ এবং দেবের ‘কিশোরী’ সিনেমার মাধ্যমে তিনি দুই পরিচয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে কখনো তেমন আলোচনা হয়নি ইধিকার, তবে তার জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে ভক্তদের কৌতূহলও বাড়তে শুরু করেছে।

এখন শোনা যাচ্ছে, টলিপাড়ার খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে বেশ কিছু সময় কাটাচ্ছেন ইধিকা। সম্প্রতি তারা হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন। তবে তাদের সঙ্গী ছিলেন কয়েকজন বন্ধু-বান্ধবও।

দু’জনের পাহাড়ের ওপর কাটানো কিছু মুহূর্তের ছবি ঘিরে নানা গুঞ্জন শুরু হয়েছে। বেশিরভাগ নেটিজেনের প্রশ্ন, ইধিকা কি প্রেম করছেন তথাগত ঘোষের সঙ্গে?

এর আগে তথাগত ঘোষের নাম বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে, যেমন অনুষা বিশ্বনাথন এবং প্রিয়াঙ্কা সরকার। তবে কখনো তারা সরাসরি এসব সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।

তথাগত এবং অনুষা একসঙ্গে বেশ কিছু জায়গায় ক্যামেরাবন্দি হয়েছেন, আর এখন নতুন প্রেমের গুঞ্জন উঠেছে ইধিকা নিয়ে। তবে ইধিকা নিজের প্রেম জীবন নিয়ে এখনো পর্যন্ত কিছু বলেননি।