Print

Rupantor Protidin

রহস্য জানালেন জিসান ‘বড় বড়’ ছক্কা মারার

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২৪ , ১১:৩০ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ণ

Sheikh Kiron

ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন জিসান আলম। ঘরোয়া এই টুর্নামেন্টে সেঞ্চুরির পাশাপাশি দৃষ্টিনন্দন সব ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

তার কল্যাণেই বাংলাদেশের ক্রিকেটে বিগ হিটিং-এর অভাব কাটানোর স্বপ্ন দেখছে ক্রিকেটভক্তরা। তবে আগ্রামী এই ব্যাটারের লক্ষ্য এবারের বিপিএলে নিজের প্রমাণ করার।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে বড় ছক্কা মারতে পারার সক্ষমতা আর এর পেছনের গল্প-ও জানিয়েছেন তিনি। জিসান বলেন, ‘তেমন কিছুই না। আমি ছোটবেলা থেকে স্বাভাবিক ক্রিকেট খেলে এসেছি। ছোটবেলায় বাবা আমাকে সেন্টার উইকেটে ব্যাটিং করাতো।

এজন্য সহজাতভাবে ছক্কা মারি, ওটাকেই বড় বড় ছক্কা বলে সবাই।’ এদিকে জিসানের বাবা জাহাঙ্গীর আলম ও চাচা সোহেল হোসেনও জাতীয় দলের ক্রিকেটার ছিলেন। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘অবশ্যই (বাবা ও চাচার খেলা) এটা আমার জন্য অনুপ্রেরণা।

যেহেতু বাবা-চাচা দুজনই জাতীয় দলে খেলেছে। আমিও চেষ্টা করবো ভালো কিছু করার। যদি কপালে লেখা থাকে, জাতীয় দলে খেলবো। ’জিসান আরো বলেন, ‘ভালো কিছু করার চেষ্টা করবো।

এনসিএলটা আমার খুব ভালো গেছে। চেষ্টা করবো বিপিএলে যেন এমন একটা মৌসুম কাটাতে পারি। ’বিপিএলে খারাপ উইকেট নিয়ে জিসানের মন্তব্য, ‘উইকেট যেমন হবে, খেলোয়াড় বা ব্যাটার হিসেবে খেলতে হবে।

ভালো হোক বা খারাপ, মানিয়ে নিয়ে খেলতে হবে। যদি খারাপ কন্ডিশন থাকে, ওভাবেই মানিয়ে নিয়ে খেলবো। ভালো উইকেট থাকলে তো ভালো। ’