Print

Rupantor Protidin

বিপিএল টিম প্রিভিউ: দুর্বার রাজশাহী- বাস্তবতা বলছে শক্তিতে পিছিয়ে

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২৪ , ১১:২১ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৪, ১১:২১ পূর্বাহ্ণ

Sheikh Kiron

ছবি: সংগৃহীত

ড্রাফট ও সরাসরি সাইনিং মিলিয়ে এবার ঘরোয়া এই টুর্নামেন্টের জন্য মাঝারি মানের দল গড়েছে দুর্বার রাজশাহী। এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, ইয়াসির আলী চৌধুরীর মতো জাতীয় দলের অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটাররা দলে আছেন।

এ ছাড়া সাব্বির হোসেন, জিশান আলমের মতো প্রতিভাবান ক্রিকেটাররাও রাজশাহীর হয়ে খেলবেন। পাকিস্তানি গ্রেট ইজাজ আহমেদ দলটির প্রধান কোচের দায়িত্ব সামলাবেন।

এদিকে আকবর আলী-জিশান আলমরা সম্প্রতি বেশ ছন্দে আছেন, যা দলটির বড় প্রাপ্তি। কিন্তু ব্যাটিং গভীরতার ঘাটতি তো আছেই। তবে চমকে দিতে পারেন জিশান আলম, জাতীয় লিগ টি–টোয়েন্টিতে ৫২ বলে সেঞ্চুরি করেন তিনি। ২০ বছর বয়সী এই ক্রিকেটার ২২টি ছক্কা হাঁকিয়েছেন। সেটাও মাত্র ৭ ম্যাচে।

৮ বলের মধ্যে ৭ ছক্কা, ৫২ বলে সেঞ্চুরি—জাতীয় লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচেই ঝড় তুলেছিলেন জিশান। যুবা দলের এই ব্যাটার সিলেটের হয়ে এরপর আরো দুটি ফিফটি পেয়েছেন। ২৮১ রান করেছেন, তবে এর চেয়ে বেশি আলোচনার জন্ম দেয় তার ১৫৮ দশমিক ৭৫ স্ট্রাইক রেট।

এর সঙ্গে মোহাম্মদ হারিস ও রায়ান বার্লের মতো বিদেশিরাও দলটিতে যোগ দিয়েছেন।

বড় বড় নাম না থাকলেও মাঠের লড়াইয়ে মোমেন্টামের খুঁজে দলটির ক্রিকেটাররা। কিন্তু বোলিং আক্রমণে তাসকিন ও হাসান মুরাদ ছাড়া তেমন কোনো পারফর্মার নেই।