Print

Rupantor Protidin

সৌদি আরবের তাপমাত্রা নামতে পারে মাইনাস ৪ ডিগ্রিতে

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২৪ , ১:৪৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৪, ১:৪৫ অপরাহ্ণ

Sheikh Kiron

বেশ কিছুদিন ধরেই উল্লেখযোগ্য হারে কমছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের তাপমাত্রা। এরমধ্যে দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এবার শীতে উত্তরাঞ্চলে তাপমাত্রার পারদ নামতে পারে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এই শৈতপ্রবাহ দেশের উত্তরাঞ্চলকে বেশি প্রভাবিত করবে। এরমধ্যে তাবুক, আল জৌফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত, হাইল এবং মদিনার কিছু অংশে তীব্র ঠাণ্ডা অনুভূত হবে। যা আগামী ৩ জানুয়ারি পর্যন্ত স্থায়ী হবে।

গত কয়েক বছর ধরেই বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করছে মধ্যপ্রাচ্যের এই অতি উষ্ণ দেশ। ২০২৩ সাল পর্যন্ত সৌদি আরবে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৫৩ শতাংশ।