Print

Rupantor Protidin

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২৪ , ১১:৩৮ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ণ

Sheikh Kiron

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

বলেন, অর্থ পাচার এবং দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেয়া হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে, রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার শোয়ানুর জামান নয়নের বাড়িতে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

পরে, সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ।

পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা, মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ পাচারের ফাইলগুলো ছিল সেখানে। পুড়ে যাওয়া ফাইল গুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।

বিএনপি’র এই নেতা অভিযোগ করেন, সরকার পালিয়ে গেলেও, বিশেষ করে আমলাতন্ত্র এখনও ফ্যাসিবাদের তোষামোদি করছে।

সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার শোয়ানুর জামান নয়নের বোনকে আগামী এক মাসের মধ্যে চাকরি দিতে সরকারের প্রতি আহ্বানও জানান রিজভী।