Print

Rupantor Protidin

কালীগঞ্জে মসজিদ উন্নয়নে আর্থিক চেক

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৭, ২০২৪ , ৮:১৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৪, ৮:১৯ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মুন্সি মোহসানিয়া মসজিদ উন্নয়নের জন্য আর্থিক চেক প্রদান করেছেন সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন। গতকাল
(শুক্রবার) জুম্মার নামাজ শেষে ফাউন্ডেশনটির পক্ষ থেকে আর্থিক চেক প্রদান করেন। সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক শিপলু জামান।

সে সময় আর্থিক চেক গ্রহন করেন মুন্সি মোহসানিয়া মসজিদের সাধারন সম্পাদক অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু ও কোষাধ্যক্ষ মো: সিদ্দিকুর রহমান। আর্থিক চেক গ্রহন শেষে মসজিদ কমিটির সাধারন সম্পাদক অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু জানান , পূর্বেও সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন মসজিদ উন্নয়নের চেক প্রদান করেছিল । এটি নিঃসন্দেহে মহত উদ্যোগ।

এ ব্যাপারে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক শিপলু জামান জানান , যেকোন উন্নয়নমূলক কাজে সদর উদ্দিন ফাউন্ডেশন পাশে থাকবে। আমাদের এ কাজের ধারাবাহিকতা ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।