Print

Rupantor Protidin

গ্রেপ্তার হলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেত্রী নাজনীন সরোয়ার কাবেরী

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৭, ২০২৪ , ৫:১০ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৪, ৫:১০ অপরাহ্ণ

Sheikh Kiron

চট্টগ্রাম নগরীর দেবপাহাড় থেকে গ্রেপ্তার করা হয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার দেবপাহাড়ে তার পৈত্রিক বাসা থেকে চকবাজার থানার পুলিশ আওয়ামী লীগ নেত্রী কাবেরীকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা নাজনীন সরওয়ার কাবেরী (৫২) কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের বোন।

কাবেরীর বাবা অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরীও ছিলেন সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে পুলিশের সঙ্গে স্থানীয় জামায়াত ও বিএনপির একদল নেতাকর্মী কাবেরীর বাসার সামনে অবস্থান নেয়। এ সময় কিছু লোক কাবেরীর বাসায় হামলার চেষ্টা করে। কাবেরীকে এ সময় তার পরিবারের সদস্যরা বাসার ছাদে নিয়ে যান। চকবাজার থানার পুলিশ ছাদে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

নাজনীন সরওয়ার কাবেরীর নামে কোনো মামলা রয়েছে কিনা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। কোন মামলা না থাকার কারণে তিনি নিজ বাসাতেই থাকতেন বলে তার পারিবারিক একটি সূত্র জানিয়েছে।