Print

Rupantor Protidin

ক্যাডার সার্ভিসে বৈষম্য নিরসনের দাবীতে মণিরামপুরে

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৬, ২০২৪ , ৮:১১ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৪, ৮:১১ অপরাহ্ণ

Sheikh Kiron

ক্যাডার সার্ভিসে বৈষম্য নিরসনের দাবীতে যশোরের মণিরামপুরে মানববন্ধন করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। ধারাবাহিক কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারাদেশের ন্যায় যশোরের মণিরামপুরেও বৃহস্পতিবার মানববন্ধনের আয়োজন করা হয়।

মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তন্ময় বিশ্বাস,প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম,অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহনাজ,কৃষি সম্প্রসারণ অফিসার শাহারিয়া হোসেন, মেডিকেল অফিসার হুমায়ূন রশীদ, ডা. খালেদুজ্জামান মুজাহিদ, ডাঃ নাহিদ হাসান, ডাঃ ফরিদুল ইসলাম, ডাঃ রঘুরাম চন্দ্র, ডাঃ তাহমিনা ইসলাম, ডাঃ বিউটি রানী বিশ্বাস প্রমূখ।

সভায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনসমূহের মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সরকারের সকল নীতি-নির্ধারণ এবং বাস্তবায়নে নেতৃত্ব প্রদান করে সিভিল প্রশাসন, যা বর্তমানে ২৬টি ক্যাডার নিয়ে গঠিত।

যেখানে কার্য্যকর রাষ্ট্রব্যবস্থা গড়তে বাংলাদেশ সিভিল সার্ভিসের আমূল পরিবর্তন দরকার, সেখানে জনপ্রশাসন সংস্কার কমিশন বৈষম্যমূলকভাবে উপসিচব পুলে একটি ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা সুপারিশের সিদ্ধান্ত গ্রহণ করে মিডিয়ার সামনে উপস্থাপন করায় সিভিল সার্ভিসের অন্য ২৫টি ক্যাডারের সকল সদস্যের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানবন্ধনে বক্তারা পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপসচিব, পদে সকল কোটার অবসান করে জনবান্ধব সিভিল সার্ভিসের দাবি করেন।